দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রূপের বয়ড়া গ্রামে রোববার (৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম(২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম ওই গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে। তিনি রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় দায়েরকৃত পর্ণোগ্রাফি মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলীর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে তাকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
