ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি’র উদ্যোগে স্থানীয় পাঁচ শতাধিক স্পন্সর শিশু শিক্ষার্থীর মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৫ জানুয়ারি) বিকালে সিডিপি কার্যালয় প্রাঙ্গণে শিশুদের মন ভালো রাখার এসব খেলনা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুবি খাতুন, ঘাটাইল সিডিপি’র ম্যানেজার ফান্সিস শ্যামল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য হাজি মো. খালেক সরকার, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হোসনে আরা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের বিষয়ে সাবধানতা অবলম্বন করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
