ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ২৫০টি দরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) সকালে সংস্থার ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঘাটাইল সিডিপি’র ম্যানাজার মি. ফ্রান্সিস শ্যামল বিশ্বাস, অজয় কুমার দে, বিপ্লব কুমার বর্মন, মাহামুদুল হাসান, মো. সোহেল রানা, শিক্ষক মন্ডলী ও সিএমসি চেয়ারপার্সন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রত্যেক পরিবারকে লাল শাক, ডাটা শাক, পাট শাক, ঢেড়স, শশা বীজ এবং ৫টি করে ফেস মাস্ক দেওয়া হয়।
