আজ- রবিবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১ | সন্ধ্যা ৭:১৪
১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন, ১৪৩১

ঘাটাইলে ৩৭৯ বস্তা সার জব্দ ॥ দুই ব্যবসায়ীর জরিমানা

ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখা ও অবৈধভাবে সার মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুদ রাখা ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গারোবাজারে অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

 

 

 

 

 

 

 

 

অভিযানে রোকেয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম লিটনকে ৩০ হাজার টাকা জরিমানা ও তার মজুদ রাখা ২৬৯ বস্তা সার জব্দ ও আকন্দ এন্টারপ্রাইজের মালিক আজহারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা ও মজুদ রাখা ১১০ বস্তা সার জব্দ করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গারোবাজারে সাইফুল ইসলাম লিটন ও আজহারুল ইসলামের সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুদ রাখায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

 

 

অভিযান পরিচালনাকালে সেনাবাহিনী, পুলিশ ও কৃষি বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়