ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল ক্যাণ্টনমেণ্টে পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কলেজ মাঠে অঅয়োজি ওই পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এসজিপি, এসপিপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বিপিএম, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, ৩০৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম ।
প্রথমে অতিথিদেরকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুলতান মাহমুদ পিএসসি, এইসি ও বেগম ফাবলিহা বুশরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সম্মানিত অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে জাঁকজমকপূর্ণ মার্চপাষ্ট ও মনোজ্ঞা থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়।