
ঘাটাইল সংবাদদাতা:
ঘাটাইলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিকী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শনিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের স্টুডেন্ট ক্যাবিনেট ও স্কাউট দলের তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত স্কুলের সাংস্কৃতিক দল দেশাত্মবোধক গান ও নাটিকা এবং কৌতুক পরিবেশন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহীদুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক।
পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ স্থানীয় গ০ণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
