আজ- বুধবার | ৯ জুলাই, ২০২৫
২৫ আষাঢ়, ১৪৩২ | রাত ১২:২৫
৯ জুলাই, ২০২৫
২৫ আষাঢ়, ১৪৩২
৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ়, ১৪৩২

ঘুম থেকে উঠে দেখি ভাইরাল :: সমু চৌধুরী

দৃষ্টি বিনোদন:

নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। নিজের মতো করে জীবন উপভোগ করে যাচ্ছেন। মন যখন যেখানে চায় সেখানেই চলে যান তিনি। পরিচিত, অপরিচিতদের সঙ্গে জমিয়ে দেন আড্ডা। এতেই শান্তি পান শক্তিমান এই অভিনতো। এদিকে গত ১২ জুন(বৃহস্পতিবার) দুপুরে সমু চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি বটগাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন তিনি। যেই ছবি সেখানকার কোনো একজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিকমাধ্যমে ছেড়ে দেয়। এরপরের ঘটনার জন্য এই অভিনেতাকে থানা পর্যন্ত নিয়ে যায়।

 

 

 

 

যা নিয়ে সমু চৌধুরী বলেন, ‘আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর, আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই আমি গামছা পড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশে আমি ভাইরাল।

 

 

পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকা পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।’
এত অল্প সময়ে সবাই যেভাবে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, খোঁজ নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

 

পরিবারে ফিরলেন সমু চৌধুরী

অবশেষে মাজারকাণ্ডে আলোচিত নাট্যকার সমু চৌধুরী পরিবারের কাছে ফিরে গেলেন। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে তার পরিবারের হস্তান্তর করে।

পাগলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফেরদৌস আলম এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে সমু চৌধুরীকে তার খালাত ভাই মো. অপু চৌধুরীর কাছে হস্তান্তর করেছি। এসময় অভিনয়শিল্পী সংঘের কয়েকজন তার সঙ্গে ছিলেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়