দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিখ্যাত চাপড়া বিলের বাসুলিয়াতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার(১৬ সেপ্টেম্বর) বিকালে প্রয়াত সাংসদ শওকত মোমেন শাজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ওই নৌকা বাইচের আয়োজন করা হয়।
শনিবার বিকালে জেলা ও জেলার বাইরের শতাধিক নৌকা ওই বাইচে অংশ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল হাসান খান প্রধান অতিথি হিসেবে ওই নৌকা বাইচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।
নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক একে আজাদ খানশূরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।
নৌকা বাইচে টাঙ্গাইল, ঢাকা, সাভার, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন ধরনের শতাধিক নৌকা ওই প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শক ওই নৌকা বাইচ উপভোগ করেন। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ৬টি গ্রুপের মধ্যে বাসাইল উপজেলার নথখোলা গ্রামের ‘আদর্শ তরী’ চ্যাম্পিয়ন হয়।
প্রকাশ, বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ‘নৌকা বাইচ’ নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে গত তিন বছর ধরে ‘শওকত মোমেন শাজাহান স্মৃতি ফাউন্ডেশন’ ওই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে।
