রোকনুজ্জামান রকু:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি আব্দুল কদ্দুস সিকদার আওয়মী লীগে যোগদান করে মিছিল-সমাবেশে অংশ নেন।
চৌহালী উপজেলা শ্রমিক সংগঠনের সভাপতি ফকির জাহাঙ্গীর আলমের অনুপ্রেরণায় তিনি আওয়ামীলীগে নাম লেখান। অতঃপর শুক্রবার(২৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের(বিএনএম) মনোনয়ন ফরম উত্তোলন করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। বিষয়টি স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আব্দুল কদ্দুস সিকদার তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের(বিএনএম) মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
পাঠকদের জ্ঞাতার্থে ফেসবুকের পোস্ট হুবহু তুলে ধরা হলো- আলহামদুলিল্লাহ, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ-৫ (চৌহালী এনায়েতপুর ও বেলকুচি) আসনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম- এর দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করলাম। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।’