দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাছিরসহ পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাউদ হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে অন্তরীণ নেতারা হচ্ছেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাছির, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বেল্লাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, যুগ্ম-সম্পাদক কাজী আনোয়ারুল আজীম রানা, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক।
টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ জানান, চলতি বছরের ৬ আগস্ট ঘাটাইলের ছাত্রলীগ নেতা ভিপি রুবেলের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা ওবায়দুল হক নাছিরসহ ৩৩ নেতার নাম উল্লেখসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে অভিযুক্তরা ছয় সপ্তাহের জামিন নেন।
তিনি জানান, উচ্চ আদালতের ওই জামিন আদেশে টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদনের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুসারে তারা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।