দৃষ্টি নিউজ:

‘ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন’ স্লোগানে টাঙ্গাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক।
সম্মেলন উদ্বোধন করেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম-সাধারণ স¤পাদক কেএম আবদুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. শামছুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ’৭১-র কাদেরিয়া বাহিনীর সহ-অধিনায়ক মো. সোলাইমান মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বাসাইল উপজেলার সভাপতি মো. ইয়াছিন আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান মনি আরজু। সম্মেলনে বিভিন্ন উপজেলার বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সংগঠনের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে অ্যাডভোকেট কেএম আবদুস ছালামকে সভাপতি এবং মো. আসাদুজ্জামান মনি আরজুকে সাধারণ সম্পাদকসহ ৭ জনের নাম উল্লেখ করে নতুন কমিটির ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা।