দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার(৮ জানুয়ারি) দুপুরে ছিলিমপুর ইউনিয়নের বরুহা ঈদগাহ মাঠে স্থানীয় ৭ শতাধিক শীতার্ত অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, পৌর শাখা বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল,
জেলা কৃষক দলের সদস্য সচিব সামিমুর রহমান খান, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম, ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
ওই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমি সুখে-দু:খে সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
আমি সদর উপজেলার প্রত্যেকটি মানুষের পাশে থাকতে চাই। বিএনপি সব সময়ই গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার। বিএনপির রাজনীতি গণমানুষের রাজনীতি। আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করি বলে আজও শীতবস্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।