আজ- বুধবার | ১৯ নভেম্বর, ২০২৫
৪ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ১:৩১
১৯ নভেম্বর, ২০২৫
৪ অগ্রহায়ণ, ১৪৩২
১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ, ১৪৩২

ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার মিনুর মৃত্যু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সয়া হাটে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার ভ্যানচালক মিনু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার(২৯জুলাই) সকালে মিনুর মৃত্যুর সংবাদ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন।

গত ২১ জুলাই গণপিটুনির পর তাকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভতি করা হয়। সবশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকার ৮দিন পর তার মৃত্যু হয়। নিহত মিনু ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

ওসি হাসান আল মামুন জানান, গত ২১ জুলাই কালিহাতী উপজেলা নারান্দিয়ার সয়া হাটে ছেলে ধরা সন্দেহে চালানো হামলার ঘটনায় আহত ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের ভ্যানচালক মিনু মিয়ার ভাই রাজিব হোসেন ওইরাতেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে ২২ জুলাই রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার নাগা চৌধুরীবাড়ী গ্রামের মৃত তরিকুল আলম সিদ্দিকীর ছেলে মাইনুল হক হিটু (৩৭), নাগা গ্রামের সন্তোষ চন্দ্র মালুর ছেলে প্রভাত চন্দ্র মালু(১৯), ওই গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে শিশির আহম্মেদ খান(৩২), মৃত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান তালুকদার(৪৭), আনোয়ার হোসেন খানের ছেলে ওমর খান(৩২) এবং পালিমা গ্রামের ফজলু মিয়ার ছেলে আলামিন ইসলাম (১৯)।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়