আজ- রবিবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১ | সন্ধ্যা ৬:৫৭
১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন, ১৪৩১

ছেলের জামিন না হওয়ায় বাবার মৃত্যু :: হাতকড়া পড়ে জানাজা নামাজে আ’লীগ নেতা

দৃষ্টি নিউজ:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার মামলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা নামাজে অংশ নিয়েছেন টাঙ্গাইলের রাকিবুজ্জামান খান বাবু নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।

 

 

 

 

 

হাতকড়া পড়াবস্থায় জানাজা নামাজে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় পর্যায়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। রাকিবুজ্জামান বাবুর বাবার নাম আবুল হোসেন খান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং তার মা ফৌরদোসী খানম উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

 

 

 

 

 

 

 

 

বাবুর ছোট ভাই রাফিউজ্জামান খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলের মধুপুর থানার একটি নাশকতার মামলায় ভূঞাপুর থানা পুলিশ গত ১৩ ডিসেম্বর সকাল ১০ টার দিকে তার ভাইকে নিজ গ্রাম বরকতপুর মোড় থেকে গ্রেপ্তার করে। এরপর মধুপুর থানা পুলিশ তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরের দিন ১৪ ডিসেম্বর টাঙ্গাইলের আদালতে পাঠালে ওইদিন আদালত না বসায় পুলিশ তাকে জেল হেফাজতে রাখে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৫ ডিসেম্বর আদালতে তোলা হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করে। এ খবরে তার বাবা অ্যাডভোকেটের সাথে কথা বলে জামিন নামঞ্জুরের সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

 

 

 

 

 

 

পরদিন ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় রাকিবুজ্জামান খান বাবু বাবার জানাজা নামাজে অংশ নেন।

 

 

 

 

 

 

 

হাতকড়া অবস্থায় ওই আওয়ামী লীগ নেতা বাবুর জানাজা নামাজে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

 

 

 

 

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার মামলায় ভূঞাপুরের অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাকিবুজ্জামানকে গ্রেপ্তারের পর গত ১৪ ডিসেম্বর তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়