দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা নিয়ে জনদুর্ভোগের সংবাদ প্রচার করে মামলার আসামি হয়েছেন আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী। এ ঘটনায় কালিহাতী উপজেলার সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
জানাগেছে, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের শতাধিক পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে রেখেছে একটি পরিবার। ইতোপূর্বে ওই রাস্তাটি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশি বৈঠকে সিদ্ধান্ত না হওয়ায় এলাকাবাসী রাস্তা নির্মাণের জন্য এলেঙ্গা পৌরসভা ও জেলা প্রশাসকের কাছে আবেদন করে।
আবেদনের পরিপ্রেক্ষিতে জনদুর্ভোগ বিবেচনায় আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল) সংবাদ প্রচার করেন। সংবাদে বিক্ষুব্দ হয়ে এলেঙ্গা পৌরসভার আবু বক্কর সিদ্দিকীর ছেলে আলহাজ মো. লেবু মিয়া বাদি হয়ে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা(নং-১১০৫/২৪) দায়ের করেন। পাশাপাশি ওই সাংবাদিককে নানাভাবে হুমকি প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ইতোপুর্বে এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র নুর এ আলম সিদ্দিকী গণমানুষের ভোগান্তি লাঘবে ওই রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন। কিন্ত লেবু মিয়া স্থানীয় সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারির আস্থাভাজন হওয়ায় প্রভাব খাটিয়ে রাস্তা নির্মাণের কার্যক্রম বন্ধ করে দেন। এতে ওই এলাকায় বসবাসরত শতাধিক পরিবার বিপাকে পড়ে।
স্থানীয় গৃহবধূ চানু বেগম, ফরিদা আক্তার, সাইফুল ইসলাম, আরিফ হোসেন, মজিদ মিয়া ও শাজাহান মিয়াসহ একাধিক ভুক্তভোগী জানায়, তারা পৌরসভায় বসবাস করলেও চলাচলের রাস্তা না থাকায় মনে হয় বস্তিতে বসবাস করছেন। বাজারঘাট ছাড়া ভারি কোন প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় নিতে পারেন না। সাধারণ চালের বস্তা কিনলেও মাথায় করে বাসায় নিতে হয়। বাসার কাজের জন্য রড-সিমেন্ট নিতে পারেন না, বাড়তি টাকায় শ্রমিক মজুরি দিয়ে নিতে হয়।
তারা জানায়, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, ছেলে-মেয়ের বিয়ের সম্বন্ধ এলেও শুধুমাত্র রাস্তা না থাকায় বিয়ে ভেঙে যায়। এমন পরিস্থিতিতে তারা রাস্তার জন্য মেয়র, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি(টাঙ্গাইল) মেহেদী হাসান চৌধুরী জানান, সম্প্রতি একটি মরদেহের খাটিয়া টিন কেটে বের হওয়ার দৃশ্য দেখে তিনি রাস্তার প্রয়োজনীয়তা বুঝতে পারেন। এরপর তিনি জনদুর্ভোগ লাঘবে একটি প্রতিবেদন তৈরি ও প্রচার করেন। প্রচার হওয়ার ১ মাস পর তিনি জানতে পারেন তার নামে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
মামলার বাদী মো. লেবু মিয়া মোবাইল ফোনে জানান, এ বিষয়ে তিনি ফোনে কোনো কথা বলবেন না। বিস্তারিত জানানোর জন্য তিনি সাংবাদিকদের তার বাড়িতে যেতে বলেন।
আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি(টাঙ্গাইল) মেহেদী হাসান চৌধুরীর নামে মানহানির মামলা দায়ের করার নিন্দা জানিয়ে কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান জানান, সংবাদ প্রচার ও প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। জনদুর্ভোগের সংবাদ প্রচার করায় আদালতে মামলা করা সংবাদ প্রচারে বাধা ও বাকস্বাধীনতায় হস্তক্ষেপের সামিল।
এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার প্রশাসক ও কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিফাত বিন সাদেক জানান, এ বিষয়ে ভুক্তভোগীরা রাস্তার জন্য একটি আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে পৌরসভার বিধান অনুযায়ী রাস্তা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।