আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৯:৫৮
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

জননেতা শামছুর রহমান খানের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী কাল

দৃষ্টি নিউজ:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শামছুর রহমান খান শাহজাহানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আগামিকাল মঙ্গলবার(২ জানুয়ারি)।
মরহুম জননেতা শামছুর রহমান খান শাজাহানের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার(২ জানুয়ারি) জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শামছুর রহমান খান শাজাহান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাগুন্তা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের যোনাল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৭০, ১৯৭৩ এবং ১৯৮৬ সালে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) থেকে জাতীয় সংসদ সদস্য নিবাচিত হন ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি তিনি বেশ কয়েকটি বই রচনা করেন। তার মধ্যে ‘মুক্তিযুদ্ধের ডায়েরি, চিঠি ও স্মৃতিচারণ’ এবং ‘কেউ দাবাইয়া রাখতে পারবানা’ অন্যতম। বিগত ২০১১ সালের ২ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়