দৃষ্টি নিউজ:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রোববার(১৭ মার্চ) বিকালে টাঙ্গাইল জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি এসএম শফি, শাহ্ মো. ইসরাইল বিল্লাহ, আব্দুর রহিম কালু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা হযরত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার।
