দৃষ্টি নিউজ:
মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় জাতি সংঘের ৭ম দাপ্তরিক ভাষা ‘বাংলা’ করার দাবি বাস্তবায়নের লক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম আয়োজিত ‘জাতি সংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’- এর সমর্থনে ক্যাম্পেইনের অনলাইন ভোটিং কার্যক্রমে অংশগ্রহণ করেন নানা বয়সী শ্রেণি-পেশার মানুষ।
এর আগে মঙ্গলবার সকালে ‘জাতি সংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’-এর সমর্থন সংগ্রহ কার্যক্রমের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভায় প্র্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন। জাগো নিউজ২৪.কম- এর টাঙ্গাইল প্রতিনিধি আরিফ-উর-রহমান টগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমিন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে ‘জাতি সংঘের ৭ম দাপ্তরিক ভাষা বাংলা চাই’ দাবি নিয়ে নির্মিত জাগো প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত ভোট প্রয়োগ কার্যক্রমে টাঙ্গাইলের বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।