আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | বিকাল ৪:৫৪
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দৃষ্টি নিউজ:

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। রোববার(২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সিনিয়র জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, নারী ও শিশু আদালতের বিচারক খালেদা ইয়াসমিন, বিশেষ জজ আবুল মনসুর মিয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, অ্যাডভোকেট বার সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান আলো, জিপি আনন্দ মোহ আর্য্য, বার সমিতির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম প্রমুখ অংশ নেন। এ সময় দিবসটি স্মরণে জলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়