দৃষ্টি নিউজ:
‘কুরআন কানন প্রতিভাবানরা প্রস্তুত হও, আমরা আসছি তোমাদের খোঁজে’ স্লোগানে আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় টাঙ্গাইল জোনের বাছাই পর্বে আটজন ইয়েস কার্ড পেয়ে তাদের মধ্যে দু’জন চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।
শুক্রবার(২৮ এপ্রিল) সকালে টাঙ্গাইলের আল-জামিয়াতুল ইসলামীয়া কওমী মাদ্রাসা(বেবীস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থান মাদ্রাসা) প্রাঙ্গণে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুরআন কানন জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান। বাছাই পর্বে শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এরমধ্যে মোহাম্মদ রাফিউল ইসলাম প্রথম এবং মোহাম্মদ জাহিদ হাসান দ্বিতীয় স্থান অধিকার করে টাঙ্গাইল জোনে উত্তীর্ণ হয়।
কুরআন কানন বাছাই পর্বের টাঙ্গাইল গোরস্থান মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি এরশাদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিচারক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুরআন কানন জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল হুদা, মহাসচিব হাফেজ ক্বারী আলী আকবর, যুগ্ম-মহাসচিব হাফেজ ক্বারী মাওলানা লুৎফর রহমান, প্রচার সম্পাদক হাফেজ ক্বরী ইসমাইল হোসেন ও দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ হাসনাইন।
