আজ- বুধবার | ২৩ এপ্রিল, ২০২৫
১০ বৈশাখ, ১৪৩২ | সন্ধ্যা ৭:৫১
২৩ এপ্রিল, ২০২৫
১০ বৈশাখ, ১৪৩২
২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ, ১৪৩২

জামালপুর জেলা দলকে ৬ উইকেটে হারিয়ে টাঙ্গাইল জেলা দলের জয়লাভ

দৃষ্টি নিউজ:


ইয়াং টাইর্গাস অনুর্ধ্ব-১৮ বিভাগীয় জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় জামালপুর জেলা ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল জয় লাভ করেছে।
মঙ্গলবার(১৪ নভেম্বর) তৃতীয় দিনের খেলায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল টসে জিতে জামালপুর জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।
জামালপুর জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৪৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। টাঙ্গাইল জেলা দলের পক্ষে নাসিউল হক সানী ৩টি, জুবায়ের ২টি ও ইমন ২টি করে উইকেট লাভ করে।
১০০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে ৬ উইকেটে জয় লাভ করে। আগামি ১৭ নভেম্বর টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল নরসিংদী জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সাথে প্রতিযোগিতা করবে।
বিভাগীয় চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ঢাকা বিভাগ (উত্তর) থেকে ৯টি জেলা দল অংশ গ্রহন করছে। জেলাগুলো হচ্ছে, এ গ্রুপে টাঙ্গাইল, নরসিংদী, নেত্রকোণা, জামালপুর ও গাজিপুর। বি গ্রুপে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও শেরপুর।
টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের, অধিনায়ক হৃদয়, সহ অধিনায়ক সানি, উইকেট কিপার মুশফিক। অন্যান্য খেলোয়ারা হচ্ছে, পার্থ, তানভীর, পায়েল, রিজন, আরিফুল, সুফিয়ান, জুবায়ের, জহির, ইমন, আকাশ, ইমরান, সজিব, নাহান, অনিক ও সীমান্ত।
জেলা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ. হাসান খান ফিরোজ। জেলা দলের কোচ হিসেবে রয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাঙ্গাইল জেলা দলের কোচ আলহাজ্ব মো. আরাফাত রহমান ও সহকারী কোচ রাজিব খান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়