দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের মাস্টার পাড়া কলা বাগান এলাকার বাসিন্দা জীবন সরকার ওরফে নিখিল (৩৫) নামে এক যুবকের সন্ধান এক মাসেও পায়নি তার পরিবার। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এখন দিশেহারা। অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েসহ অপর একটি শিশু সন্তান নিয়ে নিখিলের স্ত্রী মায়া রাণী চোখে অন্ধকার দেখছেন।
গত ২৯ জুলাই মধুপুর থানায় দায়ের করা জিডিতে (নং-১১৬৮, তাং-২৯.০৭.২০১৭ খ্রি.) মায়া রাণী উল্লেখ করেন, গত ১২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে দোকানের উদ্দেশে বাসা থেকে বের হন জীবন সরকার। তারপর থেকে তিনি নিঁখোজ। মোবাইল ফোনও বন্ধ। অপহরণ কি না সেটাও স্ত্রী মায়া নিশ্চিত হতে পারেননি। কেউ তার সন্ধান পেলে মধুপুর থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন মায়া রাণী।