আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ১০:৪৯
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ

দৃষ্টি নিউজ:

‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের গুরুত্বসহ ৭দফা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা এবং এ দাবিতে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষে লিফলেট বিতরণ বিতরণ করেছে টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

 

 

 

বৃহস্পতিবার(৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যোন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে শহরের গুরুত্বপূর্ণ পয়েণ্টে ওই লিফলেট বিতরণ করা হয়।

 

 

 

 

 

লিফলেট বিতরণকালে টাঙ্গাইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব মনিরুল ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সভাপতি রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

এ সময় তারা লিফলেট বিতরণের মাধ্যমে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদান সহ ৭ দফা দাবি তুলে ধরেন।

 

 

 

 

 

 

তারা বলেন, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি। আগামি ১৫ জানুয়ারির মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি করেন।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়