দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে গ্রেপ্তারকৃত দুই জঙ্গির সহযোগী মোক্তারুল ইসলামকে(২১) আটক করেছে র্যাব। শনিবার(৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাব-১২’র সদস্যরা অভিযান চালিয়ে জামালপুর জেলার মেলান্দহ থেকে তাকে আটক করে। তিনি জামালপুর উপজেলার মেলান্দহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
রোববার(১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় র্যাব কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে টাঙ্গাইল র্যাব-১২ এর সিপিসি-৩’র কোম্পানী কমান্ডার বীণা রানী দাশ জানান, গত ৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রাম থেকে গ্রেপ্তারকৃত জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ(জেএমবি) সদস্য মাসুমের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে টাঙ্গাইল র্যাবের একটি দল জামালপুর জেলার মেলান্দহ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য ও জঙ্গি মাসুমের সহযোগী মো. মোক্তারুল ইসলামকে আটক করে। পরে তাকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মোক্তারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদনও করেছে র্যাব। গ্রেফতারকৃত মো. মোক্তারুল ইসলাম দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত। সম্প্রতি র্যাবের অভিযানে ঢাকার মিরপুরে পরিবারসহ জঙ্গিরা নিহত হওয়ায় তিনি বর্তমানে জেএমবি’কে সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।