দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোর-কিশোরীদের অংশ গ্রহণে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ জানুয়ারি) সকালে শহরের আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ইলেভেনথ স্টার সোসাল অর্গানাইজেশন ওই ক্যাম্পেইনের আয়োজন করে।
জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উপমা ফারিসা। অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী, এনজিও ফোরামের সমন্বয়ক শামীম আল মামুন, প্রজেক্ট ব্র্যাক গ্রাউন্ডের ডিভিশনাল ম্যানেজার রাশেদা, বিদ্যালয়ের গভর্নিংবডির সদস্য মো. আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইলেভেনথ স্টার সোসাল অর্গানাইজেশনের প্রতিনিধি আফাজ উদ্দিন।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
