দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঝিনাই নদীর পানিতে ডুবে সোনালী(৫) ও সিরুমী(৭) নামে দুই কন্যা শিশুর সলীল সমাধি হয়েছে। নিহত সোনালী কাশিল পশ্চিমপাড়ার মনির খানের মেয়ে ও সিরুমী একই এলাকায় বুলু জমাদারের মেয়ে।
স্থানীয়রা জানায়, সোনালী ও সিরুমী পরস্পরের বান্ধবী। বৃহস্পতিবার(১০ মে) বিকালে তারা বাড়ির কাউকে না জানিয়ে পাশের ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে দু’জনেই ওই নদীতে ডুবে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে নদীর তীরে দু’জনের পায়ের জুতা দেখতে পায়। নদীর তীরে জুতা দেখতে পেয়ে এলাকাবাসীর ধারণা হয় নদীর পানিতে ডুবে গেছে। পরে এলাকাবাসী ঝিনাই নদীতে প্রায় একঘণ্টা খোঁজাখুজির পর বৃহস্পতিবার সন্ধ্যায় সোনালী ও সিরুমীকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক রাতে দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বাসাইলের কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মির্জা রাজিক দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই দুই শিশুর বাবা-মা সহ আত্মীয়রা বার বার মূর্ছা যাচ্ছেন।