দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলাকে শতভাগ স্কাউট জেলা ঘোষণার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়েছে। টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শনিবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেন, স্কাউটস দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। স্কাউটসের মাধ্যমে দেশের যুবসমাজ এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর আদর্শে স্কাউটসকে মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করতে হবে। সরকার স্কাউটসের প্রতি বিশেষ আন্তরিক। তিনি বলেন, স্কাউটসের ফলে দেশের যুবসমাজ আদর্শবান নাগরিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। স্কাউটসের ফলে যুব ও তরুণ সমাজ মাদকের অন্ধকার সমাজে প্রবেশ করবে না। কৃষিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কাউটসকে অনেক দূর এগিয়ে নিতে চান।
জেলা প্রশাসন আয়োজিত শতভাগ স্কাউটস জেলা ঘোষণা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও টাঙ্গাইল জেলা স্কাউটসের সভাপতি মো. শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও স্কাউটসের নেতৃবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।