আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | সকাল ৬:২১
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলের কাগমারা বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাবে তালা

দৃষ্টি নিউজ:

dristy.tv-54
টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাবে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তালা ঝুলিয়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার(১৭ জুলাই) রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ক্লাবটি বন্ধ করে দেয়। এ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধে সুদের ব্যবসা পরিচালনা, সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ ও মাদক ব্যবসা পরিচালনার মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, ২০১৬ সালে টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাগমারায় প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাব। ক্লাবের সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এর সভাপতি হন উজ্জল হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক হন মোস্তফা কামাল। ২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর বেশ কয়েকটি বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ বর্তমান কাগমারা বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাব এর সভাপতি উজ্জল হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। এছাড়াও চাকুরিচ্যূত সেনা সদস্য ও ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের বিরুদ্ধে রয়েছে সেনা সদস্য পদে নিয়োগের প্রলোভন ও ভূয়া কাগজপত্র তৈরির মাধ্যমে নীরিহ মানুষের লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ। এসব অভিযোগের কয়েকটি স্থানীয় পর্যায়ে মিমাংসার মাধ্যমে সুরাহা করা হলেও অধিকাংশই রয়েছে অমিমাংসিত ও বিরোধপূর্ণ।  এ সকল অপরাধ স্বত্তেও অভিযুক্ত দুই ব্যক্তির নেতৃত্বে গড়ে তোলা হয় বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাব। জাতির জনক বঙ্গবন্ধু নামকরণে স্থাপিত ক্লাবটি পরিচালনার নামে শুরু হয় মাদক ও সুদের ব্যবসাসহ নানা অপকর্ম। ধারাবাহিকভাবে তাদের ওই অপকর্মের পরিধি বাড়তে থাকে। এরপর থেকেই বেশ কয়েকবার ক্লাবের কয়েকজন সদস্যকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সকল মাদক বিক্রেতা ও ক্লাব সদস্যকে নানা অজুহাতে থানা থেকে ছাড়িয়ে আনার মূলহোতাও এই ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ কারণে টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাদকমুক্ত কাগমারা, চরকাগমারা ও পশ্চিম আকুর টাকুর এলাকা হয়ে উঠেছে মাদককের অভয়ারণ্য। দিনদিন এলাকায় মাদক ব্যবসা ও অপরাধ বৃদ্ধির পাওয়ায় এ বঙ্গবন্ধু ক্লাব কর্তৃপক্ষের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। স্থানীয়রা  ক্লাবটি বন্ধে প্রতিবাদমূখর হয়ে ওঠে। এলাকাবাসী ক্লাব বন্ধে মিছিল, সমাবেশসহ নানা ধরনের আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের ফলেই ক্লাবটির কার্যক্রম বন্ধ করতে জেলা পুলিশের পক্ষে থেকে তালা ঝুলিয়ে দিয়েছে ডিবি পুলিশ।
কাগমারা বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাবের সভাপতি উজ্জল হোসেন মোল্লা মাদক মামলার কথা অস্বীকার করে বলেন, ক্লাবের বিরুদ্ধে কতিপয় ব্যক্তি ষড়যন্ত্র শুরু করেছেন। এ ষড়যন্ত্রের শিকার তারা। এ কারণে টাঙ্গাইল পুলিশ ক্লাবের কার্যক্রম বন্ধের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে।
টাঙ্গাইল ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, কাগমারা বঙ্গবন্ধু যুব উন্নয়ন ক্লাবে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এমন অভিযোগে ও পুলিশ সুপারের নির্দেশে এ ক্লাবের কার্যক্রম বন্ধ করা হয়েছে। অভিযানকালে বঙ্গবন্ধু নামে ক্লাবটি পরিচালিত হলেও ক্লাবে পাওয়া যায়নি বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। নেই রেজিষ্ট্রেশন বা বৈধ কোন কাগজপত্র। ক্লাবটির রেজিস্ট্রেশন, বৈধ কাগজপত্র উপস্থাপন ও অসামাজিক কার্যকলাপ বন্ধের অঙ্গিকার নামা প্রদান করতে পারলে পুনরায় ক্লাবটির কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়