দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামে রোববার(২৯ সেপ্টেম্বর) বিকালে বজ্রপাতে মো. শাহাদত হোসেন(২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত শাহাদত হোসেন ওই গ্রামের আরফান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গালা ইউনিয়ন পরিষদের সদস্য শওকত হোসেন জানান, রোববার বিকালে শাহাদত হোসেন তার বাড়ির পাশের ক্ষেত থেকে গরু আনতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি নিহত হন। এদিনই রাত ৯টায় জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।