দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গাড়াইল কালী মন্দিরের ছয়টি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(২৭ জুন) দিবাগত রাতে মন্দিরের দেবী কালী, মহাদেব, সিংহ, ডাকিনী, স্বরস্বতি এবং ডুকিনীর মূর্তিগুলো ভাংচুর করা হয়।
গড়াইল কালী মন্দিরের সভাপতি ড. সিআর দাস জানান, মন্দিরটিতে গাড়াইল, বাজিতপুর, বেরুয়া, ডুবাইল ও কাজীপুর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা পুঁজা-অর্চনা করে থাকেন। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা উল্লেখিত মূর্তিগুলোর হাত-কান-পা ভাংচুর করে। সকালে ভক্তরা মন্দিরে এসে ঘটনা জানতে পেরে সবাইকে জানায়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া সহ উর্ধতন কর্মকর্তারা বুধবার(২৮ জুন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।