নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি বুধবার(২২ জুলাই) নাগরপুর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বানবাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
তিনি বুধবার দিনভর উপজেলার গয়হাটা ও সলিমাবাদ ইউনিয়নের যমুনার ভাঙন এলাকা পরিদর্শন করে বন্যার্ত মানুষের ঘরে ঘরে সরকারি বরাদ্দের প্রতি পরিবার ১০ কেজি চাল, এক কেজি করে ডাল ও শুকনো খাবার বানবাসি পরিবারের মাঝে বিতরণ করেন।
https://youtu.be/hzLy1F3cbB4
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী প্রমুখ।
