আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ৮:২৪
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলের নয়া ডিসি খান মো. নুরুল আমিন

দৃষ্টি নিউজ:

18194617_866571873490739_8213160188828094501_nটাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন খান মো. নুরুল আমিন। জেলা প্রশাসনের গুরুত্বপূর্ন পদগুলোতে পরিবর্তনের অংশ হিসেবেই তিনি এ পদে দায়িত্ব নিচ্ছেন বলে জানা গেছে। মঙ্গলবার(২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৪ জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল এর জন্য জারি হওয়া প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৪ জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ তালিকার ৫ নম্বরে রয়েছে টাঙ্গাইলে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নুরুল আমিন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
এক নজরে নতুন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন
১৫ তম বিসিএস এর মধ্যে দিয়ে প্রশাসনে যোগদান করেন খান মো. নুরুল আমিন। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ঝাউডাঙ্গার নওয়াখোলা গ্রামের সন্তান খান মো. নুরুল আমিন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্বপালন করেছেন। সবশেষ তিনি কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি ১৯৭৯ সালে যশোরের মাকড়াইল কেকেএস ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় মানবিকে প্রথম বিভাগ, ১৯৮১ সালে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মানবিকে প্রথম বিভাগ, ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে দ্বিতীয় বিভাগে বিএসএস (সম্মান) ও ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে দ্বিতীয় বিভাগে এমএসএস সম্পন্ন করেন।
এছাড়া তিনি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ২০১০ সালে নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্ণমেন্ট স্টাডিজ বিষয়ে এমএজিএস, ২০১২ সালে নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ ও ২০১৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে এমপিপিএম ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়