দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২১ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের পক্ষে কম্বল বিতরণ করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ-আল-মামুন। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, রেড ক্রিসেন্ট টাঙ্গাইল ইউনিটের লেভেল কর্মকর্তা মো. মঈনউদ্দিন মঈন, ছাত্র প্রতিনিধি মো. নবাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ইউনিয়নের ৯০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০ হাজার কম্বল বরাদ্দ পাওয়া যায়। তারমধ্যে ১২ উপজেলায় ৫০০পিস করে ছয় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বাকি চার হাজার কম্বল জেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে।
এরমধ্যে মঙ্গলবার মাহমুদনগর ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫০০পিস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৪০০ পিস সহ মোট ৯০০ কম্বল বিতরণ করা হয়।