দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার(২১ নভেম্বর) বিকালে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, কেক কাটা, শারীরিক কসরত প্রদর্শণ, প্রীতি সম্মিলন ইত্যাদি।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে কেক কেকা ও বাদক দলের ব্যাদ্যসহ সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরতে বিভিন্ন শারিরীক কসরত প্রদর্শণ ও চা চক্রের আয়োজন করা হয়।
প্রীতি সম্মিলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, জেলা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান খান এমপি সহ সামরিক এবং বেসামরিক ব্যক্তি ও বীরমুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা।