আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৬:০৮
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলের শাহীন স্কুলের ২১ শিক্ষার্থীর হেলিকপ্টার ভ্রমণে উচ্ছ্বাস

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের শাহীন স্কুলের ২১ শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাদেরকে হেলিকপ্টারে করে টাঙ্গাইলের আকাশে ভ্রমণ করানো হয়েছে। আকাশ পথে পাখির চোখে টাঙ্গাইল শহর ও আশপাশের এলাকা দেখে কৃতী শিক্ষার্থীরা ভীষণ উচ্ছ্বসিত। টাঙ্গাইলের শাহীন স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) বিকালে কৃতী শিক্ষার্থীদের ওই হেলিকপ্টার ভ্রমণের আয়োজন করে।

 

 

 

 

 

 

এদিন দুপুরে শাহীন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা শহরের ঈদগাহ মাঠে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বেলা তিনটার দিকে শহরের ঈদগাহ মাঠে হেলিকপ্টার এসে পৌঁছায়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত শিক্ষার্থীদের হেলিকপ্টার ভ্রমণের উদ্বোধন করেন। এরপর প্রতিবারে চারজন করে শিক্ষার্থী হেলিকপ্টারে উড়ে টাঙ্গাইল শহর, যমুনা নদী ও আশপাশের এলাকা ঘুরে দেখে। ২১ জন কৃতী শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকদের মধ্য থেকে লটারির মাধ্যমে চারজনকে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

হেলিকপ্টার ভ্রমণ করে উচ্ছ্বসিত শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘হেলিকপ্টারে ওঠার পর ভয় ভয় লাগছিল, আবার মজাও লাগছিল। ওপর থেকে আমাদের শহর অনেক সুন্দর দেখা গেছে।’ অপর শিক্ষার্থী আরিফা বলেন, ‘আকাশ থেকে আমাদের শহর দেখে খুব মজা পেয়েছি। বড় বড় বিল্ডিংগুলোকেও অনেক ছোট দেখা গেছে।’

 

 

 

 

 

 

 

 

শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন জানান, তিনি শিক্ষার্থীদের কথা দিয়েছিলেন- যারা ক্যাডেট কলেজের ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের হেলিকপ্টারে ভ্রমণ করাবেন। তাদের দেখে অন্য শিক্ষার্থীরাও যাতে ভালো ফলাফলে উদ্বুদ্ধ হয়- সে জন্যই এ আয়োজন।

 

 

 

 

 

এরআগে বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

 

 

 

 

 

 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়