আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:৫১

টাঙ্গাইলের সকল সহিংসতা রুখবে সমন্বয়করা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা। মঙ্গলবার(৬ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সমন্বয়করা এ ঘোষণা দেন।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চারিদিক গুজবে ছেয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি, হামলা এবং লুটতরাজের ঘটনা ঘটছে। ছাত্রসমাজ হামলা রুখতে সর্বদা সচেষ্ট। সকল প্রকার সহিংসতা রুখতে দেশের সংস্কার কাজে সকলের ভূমিকা রাখা জরুরিও বলে জানায় সমন্বয়করা।


এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, কামরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বীথি, ইফফাত রাইসা নূহা, মাহতাব হাসান, আল আমিন সিয়াম, হামিদুর রহমান, শেখ ফরাশ, মুনসুর হেলাল, মনিরুল ইসলাম, প্রেমা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


তারা বলেন, আমরা শুরুতেই আমাদের শহীদ ভাইদের স্মরণ করতে চাই যাদের ত্যাগ এনে দিয়েছে আমাদের নতুন স্বাধীনতা। সোমবার(৫ আগস্ট) টাঙ্গাইলে আমাদের ভাই মারুফসহ আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের বিন¤্র শ্রদ্ধা। আমরা দেশকে নতুনভাবে স্বাধীন করেছি। আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন।


বক্তারা আরও বলেন, ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তবর্তীকালীন সরকার গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পর মঙ্গলবার দুপুরে ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়েছে।

ছাত্রজনতার দেওয়া রূপরেখার ভিত্তিতে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তাই আমরা সকলে এই সরকারের প্রতি আস্থা রাখবো। আশা করবো আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তাদের গঠনমূলক ভুমিকা থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno