দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান জেলার সেরা ওসি নির্বাচিত হয়েছেন। রোববার(২৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্য্যালয়ের কনভেনশন হলরুমে ‘অপরাধ বিষয়ক’ আলোচনা সভায় জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম গোপালপুর থানার ওসি মুস্তাফিজুর রহমানকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন।
এ সময় এএসআই মফিজুল ইসলামকে জেলার সেরা এএসআই ঘোষণা এবং সম্মাননা হিসেবে ক্রেস্ট, সার্টিফিকিট ও নগদ অর্থ প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আহাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শফিকুল ইসলাম, গোপালপুর সার্কেল অফিসার মো. আমীর খসরু সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সকল থানার ওসি উপস্থিত ছিলেন।
