দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের স্কুল-কলেজ ও নদী ভাঙন এলাকার ক্ষতিগ্রস্ত ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে তাবু বিতরণ করা হয়েছে।
বুধবার(৪ নভেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ওই তাবু বিতরণ করা হয়।
তাবু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক এমএ রৌফ, মেম্বার ও সদর থানা আওয়ামী লীগের
সভাপতি আমিরুল ইসলাম খান, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের মেম্বার সালাউদ্দিন হায়দার,
ইউনিট লেভেল অফিসার এটিএম জিয়াউল এহসান সহ যুব ক্রিসেন্ট ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
