দৃষ্টি নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন।
সোমবার(১৮ ডিসেম্বর) টাঙ্গাইলের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পরই নিজেদের নেতাকর্মী-সমর্থকরা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে নিজ নিজ এলাকায় প্রচারে নামেন।
টাঙ্গাইলের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের বিপরীতে ৫৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হচ্ছেন-
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মোট প্রার্থী ৪ জন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডক্টর মো. আব্দুর রাজ্জাক(নৌকা), বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক (ট্রাক), কৃষক শ্রমিক জনতা লীগের ফারুক আহাম্মেদ (গামছা) ও জাতীয় পার্টির মোহাম্মদ আলী (লাঙ্গল)। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৬৫১জন।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মোট প্রার্থী ৬ জন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ছোট মনির (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ ইসলাম তালুকদার(ঈগল), গণফ্রন্টের গোলাম সরোয়ার (মাছ), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল করিম (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির মো. সাইফুল ইসলাম (আম) ও জাতীয় পার্টির মো. হুমায়ুন কবীর তালুকদার (লাঙ্গল)। এ আসনে মোট ভোটার তিন লাখ ৯৪ হাজার ৩৯৭ জন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মোট প্রার্থী ৬ জন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. কামরুল হাসান খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা (ঈগল), জাতীয় পার্টির মো. আব্দুল হালিম (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. জাকির হোসেন (নোঙ্গর), বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) মো. সাখাওয়াত খান সৈকত (চাকা) ও ন্যাশনাল পিপলস পার্টির মো. হাসান আল মামুন সোহাগ(আম) রয়েছেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৯৮ হাজার।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মোট প্রার্থী ৮ জন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোজাহারুল ইসলাম তালুকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ(ঈগল), জাকের পার্টির মোন্তাজ আলী (গোলাপ ফুল), জাতীয় পার্টির মো. লিয়াকত আলী (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী মো. শহিদুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. শুকুর মামুদ (একতারা) ও জাতীয় পার্টির(জেপি) প্রার্থী সাদেক সিদ্দিকী (বাইসাইকেল)। এ আসনে মোট ভোটার তিন লাখ ৫২ হাজার।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট প্রার্থী ৯ জন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মামুন-অর-রশিদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল), বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব (কেটলি), প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী মো. জামিলুর রহমান মিরন (ট্রাক), জাতীয় পার্টির মো. মোজাম্মেল হক (লাঙ্গল), তৃণমূল বিএনপির মো. শরিফুজ্জামান খান (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. তৌহিদুর রহমান চাকলাদার (নোঙ্গর) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. হাসরত খান ভাসানী (একতারা)। এ আসনে মোট ভোটার চার লাখ ৫২ হাজার।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মোট প্রার্থী ৭ জন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু(নৌকা), স্বতন্ত্র প্রার্থী তারেক শামস্ খান (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম (ট্রাক), জাতীয় পার্টির মো. আবুল কাশেম(লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল করিম (একতারা), বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ (নোঙ্গর) ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ আনোয়ার হোসেন (ফুলের মালা) রয়েছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২০৬ জন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট প্রার্থী ৮ জন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য খান আহমেদ শুভ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু(ট্রাক), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), কৃষক শ্রমিক জনতা লীগের মো. আরমান হোসেন তালুকদার (গামছা), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মো. মঞ্জুর রহমান মজনু (মশাল), জাকের পার্টির মো. মোক্তার হোসেন (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব) ও জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল) রয়েছেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৫৬ হাজার ৯১৯ জন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মোট প্রার্থী ৬ জন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম(গামছা), তৃণমূল বিএনপির পারুল(সোনলী আঁশ), বিকল্পধারা বাংলাদেশের মো. আবুল হাশেম(কুলা), বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. মোস্তফা কামাল (ডাব) ও জাতীয় পার্টির মো. রেজাউল করিম (লাঙ্গল)। এ আসনে মোট ভোটার তিন লাখ ৯০ হাজার ৪৩১ জন।