আজ- সোমবার | ১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১ | বিকাল ৫:৫১
১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১
১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে অটোরিশার নিচে পড়ে ছিনতাইকারী নিহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌর এলাকার কাগমারী ব্রিজের কাছে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালানোর সময় ব্যাটারী চালিত অটোরিকশার নিচে চাপা পরে মেহেদী হাসান (১৭) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) রাত নয়টায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী পৌর এলাকার দিঘুলিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। মেহেদী নিজেই অটোরিকশাটি চালাচ্ছিল।
টাঙ্গাইল কাগমারী পুলিশ ফাঁরির দায়িত্বরত কর্মকর্তা এসআই কামাল জানান, রাতে অটোরিকশা চালক মেহেদী ও আকাশসহ কয়েকজন টাঙ্গাইল-এলাসিন রুটে যাত্রীদের অটোরিকশায় উঠিয়ে ছিনতাই করছিল। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে ছিনতাইকারীরা পালানোর সময় তাদের অটোরিকশাটি উল্টে তার নিচে চাপা পরে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। এসময় তার সহযোগী আকাশসহ অন্যরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী আকাশকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়