আজ- শনিবার | ১৫ মার্চ, ২০২৫
১ চৈত্র, ১৪৩১ | রাত ৮:০৩
১৫ মার্চ, ২০২৫
১ চৈত্র, ১৪৩১
১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবককের যাবজ্জীবন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সাব্বির(৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. কাউসার আহমেদ ওই রায় দেন। দন্ডিত যুবক সাব্বির ধনবাড়ী উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে।


আদালত রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁশুলী মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে দণ্ডিত সাব্বির তাদের গ্রাম থেকে অপহরণ করেন। ঘটনার দুইদিন পর ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় সাত জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোরহাব হোসেন ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দণ্ডিত সাব্বিরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়। এছাড়া আরও পাঁচজনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়। মামলা চলাকালে আসামিরা জামিন পেয়ে পলাতক রয়েছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়