দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ও পিচুরিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটায় দুই জনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার(৯ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারা লংঘনের দায়ে গালা এলাকার মিয়া চানের ছেলে আব্দুস সালামকে ৬০ হাজার ও ছোট বাসালিয়া এলাকার আরফান আলীর ছেলে জেমিম হোসেনকে ৬০ হাজার টাকা মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।