দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে অভিবাসন আইন-২০১৩ বাস্তবায়নে কর্মকৌশল প্রনয়ণ বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার(২৫ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট(রামরু) ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাক ও রামরু’র চেয়ার ড. তাসনিম সিদ্দিকী। অতিথি হিেিসবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু রায়হান খান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, নাগরিক উদ্যোগ’র কালিহাতী উপজেলা সমন্বয়কারী ফজিলা আক্তার লিলি, বাংড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় অভিবাসী আইনের সঠিক বাস্তবায়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।