আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ৮:৫৬
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে অষ্টমী স্নানে পূণ্যার্থীদের ভির

দৃষ্টি নিউজ:

dristy.tv pic-47টাঙ্গাইল সদর, ভূঞাপুর, নাগরপুর, মির্জাপুরসহ বিভিন্নস্থানে উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার(৪ এপ্রিল) সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়েছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় পাপ মোচনের প্রত্যাশায় অষ্টমীর পুণ্যস্ননে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের ভির লক্ষ করা গেছে।
এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শত বছরের পুরনো স্নানঘাটে হাজারো পূণ্যার্থীদের ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে আগতরা স্নান করে পাপ মোচনের আশায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। সকালে স্নান কার্যক্রমের উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এ সময় নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ, কালিহাতী উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র আর্য, হিন্দুদের পঞ্চবটী সংগঠন ‘সেবা সংঘের’ সভাপতি চন্দন কুমার গুহ রায়, সাধারণ সম্পাদক চন্ডী চরণ তালুকদার, হিন্দু সমাজের নেতা দীপেশ চন্দ্র ভৌমিক বলাই মেম্বার, ইন্দ্রজিৎ মোদক, ধীরেন্দ্র নাথ ভৌমিক, দীলিপ কুমার মোদক ও পুরোহিত স্বপন চন্দ্র গোস্বামিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অষ্টমীস্নান উপলক্ষে এলাকায় তিনদিনের মেলা বসেছে। মেলায় মাটির তৈরি হাড়ি-পাতিল, খেলনা, রকমারি খাবারের দোকান, কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন প্রকার দোকানের সমারোহ। ক্রেতারা তাদের পছন্দমত প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়