দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫ পিস্তল ও একটি ম্যাগজিনসহ চরমপন্থী দলের(পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি-লাল পতাকা) সদস্য মো. সোবহান এবং জয়নালকে আটক করেছে র্যাব-১২।
শনিবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে দাইন্যা ইউনিয়নের চৌধুরী উত্তরপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে পিস্তলটি উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে সোবহান কাঠুয়া যুগনী গ্রামের হানিফ মোল্লার ছেলে ও জয়নাল দাইন্যা উত্তরপাড়া(চিলাবাড়ি) গ্রামের খোরশেদ আলম খসরুর ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাঠুয়া যুগনী গ্রামের চরমপন্থী দলের সদস্য মো. সোবহানকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী দাইন্যা উত্তরপাড়া গ্রামের অপর চরমপন্থী সদস্য জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ককরা হয়। পরে বাড়ির পাশের এক জমির মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।