দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল পৌরসভার পূর্ব আদালত পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পাশে পেপসিকোলা পরিবেশক অফিসের পাশের এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মো. মিজানুর রহমান আজাদ(৪৬), মো. সেকান্দার(৩২), মো. সোহেল মিয়া(২৫) ও মো. শহীদ হাওলাদার(৩০)।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূইয়া জানান, গোপণে সংবাদ পেয়ে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন , পুলিশ পরিদর্শক (অপস্) মো. তাজুল ইসলাম, পুলিশ পরির্দশক (ইন্ট. অ্যান্ড সিপিও) তানভীর আহাম্মেদ, এসআই মো. মোশারফ হোসেন, পিএসআই মো. নাসিম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার(১৮ জুলাই) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে থাকে। তাদের কাছ থেকে পুলিশ দা, শাবল, তালা কাটার যন্ত্র, লোহার ছোড়া, স্লাই রেঞ্জ ও স্ক্রু-ড্রাইভার উদ্ধার করে।