দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার(২৭ জুলাই) নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, পায়রা ও বেলুন উড়ানো, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ইত্যাদি।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।