
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার(২৭ জুলাই) নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ইত্যাদি।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কার্যালয়ে সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সাইদ, শহর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা সৈয়দ জাহিরুল ইসলাম জাহিদ, আশরাফ মুজিব সন্ধি, মশিউর রহমান খান সাদ, মিজানুর রহমান সুমন, মো. আকাশ প্রমুখ। পরে কেক কেটে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এরআগে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
