দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দ টিভি’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সোমবার(১১ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)।
https://youtu.be/tHJpHkELhiU
টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাইদুর রহমান, বিটিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে সাহা জয়। স্বাগত বক্তব্য রাখেন, আনন্দ টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনিসুর রহমান খান।
আলোচনা সভা শেষে অতিথিরা আনন্দ টিভি’র প্রথম বর্ষপূর্তির কেক কাটেন।