দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ থানাপাড়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার আলী প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, সহ-সভাপতি শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পদযাত্রায় বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেয়।
